জনপ্রিয়

‘ঈদের দিন সেমাই-পোলাও খাবে এটা ভেবেই খুশি তারা’

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

তৌহিদুর রহমান

‘আপনারা খুবই উপকার করলেন, স্বামী সন্তান নেই; চিন্তায় ছিলাম ঈদে কী খাবো। আপনাদের অছিলায় আমরা সেমাই পোলাও খাবো। আপনাদের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।’ এভাবেই কথাগুলো বলছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া উপহার সামগ্রী পাওয়া আহম্মদ নগর এলাকার আনোয়ারা বেগম। শুধু আনোয়ারা বেগম নয়, তার মতো শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার পেয়েছেন এ উপহার সামগ্রী।

গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, গুড়ো দুধের প্যাকেট, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত তারা।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ মিয়া প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যনুযায়ী কিছু সংখ্যক মানুষের মুখে ঈদের দিনের খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশি তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র্র প্রচেষ্টা। এ ধরণের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ’

  • ‘ঈদের দিন সেমাই-পোলাও খাবে এটা ভেবেই খুশি তারা’