জনপ্রিয়

ঈদগাঁও ইউপির মহিলা মেম্বার প্রার্থী নুর জাহান নীলার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

জাওয়ান উদ্দিন, ঈদগাঁওঃ  ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী নুর জাহান নীলা (কলম প্রতীকের) সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ই এপ্রিল রাত সাড়ে আটটায় মধ্যম মাইজ পাড়ায় টাওয়ার সংলগ্ন এলাকায় উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আলমগীর বাংলার পরিচালনায় বক্তব্য রাখেন,প্রবাসী জিয়াবুল হক, নুরুল আজিম,ছলিম উল্লাহ,নেছারুল হক,নাছির মোস্তফা আহমদ,শামশুল আলম ও সেলিম।  উপস্থিত ছিলেন,মুরব্বি ছৈয়দ,নজির আহমদ, মোহাম্মদ আলম,জাবের আহমদ,নুরুল আলম, আহমদ হোসন,মোস্তাক আহমদ,গণমাধ্যমকর্মী  এম আবু হেনা সাগর,আবুল কাসেম,আবু তাহের রেজাউল করিম,আবদু শুক্কুর কালুসহ অনেকে। বক্তারা দ্বিতীয়বারের মত এবারো সাহসী মহিলা মেম্বার নুর জাহান নীলাকে অসমাপ্ত কাজ সম্পন্ন করনে নির্বাচিত করার লক্ষ্য অঙ্গীকার করেন। সবাই কাজ করার প্রতি হাত তুলে এক মত পোষন করেন।  মহিলা মেম্বার প্রার্থী নুর জাহান এলাকাবাসীর খেদমত করতে আবারো ভোট চাইলেন তিনি। সকলের কাছে দোয়াও চেয়েছেন।

  • ঈদগাঁও ইউপির মহিলা মেম্বার প্রার্থী নুর জাহান নীলার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত