ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 hours ago

কক্সবাজার জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, ছাত্র- জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এ আর এম ফরিদুল আলমের সঞ্চালনায়  অনুষ্ঠিত।

উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আমেলা সদস্য ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার, জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহদ আনোয়ারী, বিডি মজলিস কক্সবাজার জেলা শাখার আমির নুরুল কবির হেলালী, বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুস, বাংলাদেশ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আলী, দ্বীন কায়েম সংগঠন কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ইয়াছিন আরাফাত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া সাঈদ, চকরিয়া থানা উত্তরের সভাপতি মাওলানা মনিরুল্লাহ সিকদার, রামু উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবু নাছের, টেকনাফ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকী, মাতামুহুরি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, টেকনাফ উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার পৌর শাখার সভাপতি কাউন্সিলর নুর মুহাম্মাদ মাঝু, রামু উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানী, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ, চকরিয়া থানা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমাদ কবির, কুতুবদিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মুহাম্মাদ শরীফ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা যে কোন বিষয়ে শালিনতা বজায় রাখবো। অশালীন ভাষায় কাউকে কটাক্ষ করা যাবেনা। তিনি বলেন  শুধু নেতার পরিবর্তন করলে হবে না, সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে।

সমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত