সংবাদদাতা -জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে পবিএ রমজান উপলক্ষে ইসলামপুর প্রবাসী জনকল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়ন এলাকায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুল মান্নান রনি বলেন আর আত মানবতার সেবায় এই ফাউন্ডেশন নিয়োজিত। সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বদা মানব কল্যাণে কাজ করে যাওয়ায় আমাদের মূল উদ্দেশ্য। প্রতিবারের ন্যায় ধারাবাহিকভাবে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি।
এতে আরো উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ আনোয়ার ডাক্তার মোশেদুল আলম এবং মাস্টার আসগর আলী ও জিয়ার মুল্লুক ও জাহিদুল আলম এবং কুসুম এবং মোহাম্মদ আবদুল আজিজ ও মোহাম্মদ আলি এবং হাজী নুর মোহাম্মদ সহ ইসলামপুর ইউনিয়নের মুরুব্বি ও ছাত্র যুবক উপস্থিত থেকে প্রবাসী ভাইদের উদ্বেগকে স্বাগত জানিয়ে কার্যক্রম পরিচালনা করেন ।