জনপ্রিয়

ইসলামপুরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

 সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও উপদেষ্টা। এবং এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

খবর নিয়ে জানা যায়, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কিছুদিন ধরে প্রশাসনের নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। বিশেষত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ছাত্র হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকা যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। তিনি অসুস্থ হওয়ায় বর্তমানে আমাদের হেফাজতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।

  • ইসলামপুরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার