মোহাম্মদ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার
ইস্কন নিষিদ্ধের দাবিতে জেলা ভিত্তিক বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় ইসকন নিষিদ্ধের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের পর জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি ্যরবিনষ্টের চক্রান্তের প্রতিবাদ এবং সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়। কর্মসূচির শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চৌরঙ্গি মোর হতে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় চৌরঙ্গী মোরে এসে শেষ হয় এবং সেখানেই নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। তারা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা ক্ষমতাচূত আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আদালতের মধ্যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানান উপস্থিত সকলেই। আয়োজিত কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ। জেলা প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ লিয়াকত আলী সহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা।