জনপ্রিয়

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পশ্চিমবঙ্গে আরবী ভাষা ও সাহিত্য চর্চা: পরিসর ও পদ্ধতি’ শীর্ষক (ডক্টর অব ফিলোসফি) পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) আবম মোখলেছুর রহমান সেমিনার লাইব্রেরী কক্ষে এ আয়োজন করা হয়। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের তত্ত্বাবধনায় এটি উপস্থাপনা করেন সৈয়দ নিজামূল হক। এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগ অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ড. একেএম শামছুল হক ছিদ্দিকী ও ড. কামরুল হাসান। এছাড়াও একইদিনে ‘স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার আরবী পাঠ্যক্রম: একটি তুলনামূলক অধ্যায়ন’ শীর্ষক আরো একটি (ডক্টর অব ফিলোসফি) পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. একেএম শামছুল হক ছিদ্দিকীর তত্ত্বাবধায়নে উপস্থাপনা করেন পিএইচডি গবেষক ওয়ালিউল্লাহ সেখ।

  • ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত