ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা কমিটি। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভর্তি পরীক্ষা শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত, প্রেস ক্লাবের সভাপতি মুঞ্জুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয় এবং মতামতের আলোকে ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। তামিম আশরাফ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া