জনপ্রিয়

ইন্দুরকানির মানুষের দীর্ঘদিনের দাবি চর খালিতে একটি সেতু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

মোঃ মেছবাহ উদ্দিন: ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি। পিরোজপুর সদর ইন্দুরকানি থেকে ভান্ডারিয়া ও মঠবাড়ীয়ার সাথে যোগাযোগ করার জন্য এটিই একমাত্র পথ।বর্তমানে এখানে একটি ফেরি চলাচল করে। এই পথের নিয়মিত যাত্রী রবিউল ইসলাম জানান বাসে আসলে সব সময় ভিড় লেগে থাকে। ফলে এখানে ৩০ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্তও ফেরির জন্য অপেক্ষা করতে হয়।আরেক যাত্রী মাইনুল ইসলাম জানান কখনো ফেরি না পাওয়া গেলে জরুরি কাজ থাকলে ট্রলারে অতিরিক্ত ভাড়া গুনতে হয়।বর্তমানে ঈদ পরবর্তী সময় যানবাহনের ভিড় অনেক বেড়েছে। তাই এ অঞ্চলের মানুষের দাবি চর খালিতে একটি সেতু দিয়ে সরকারের সু পরিকল্পনাই এ অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে পারে।

  • ইন্দুরকানির মানুষের দীর্ঘদিনের দাবি চর খালিতে একটি সেতু