মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোববার (১৭ মার্চ -২০২৪) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকার পরিচালক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ নাজমুল হক খান এবং সঞ্চালনা করেন , ইন্সট্রাক্টর ( ইলেকট্রিক্যাল) জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন। এসময়ে অনুষ্ঠানে, সিনিয়র ইন্সট্রাক্টর (মেরিন ডিজেল) মোঃ তৌফিকুর রহমান, সিনিয়র ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) মোঃ শামিম হোসেন, ইন্সট্রাক্টর (গণিত) ইন্সট্রাক্টর (মেরিন ডিজেল) রুকাইয়া আক্তার, মেজাবাউল আলম, এম. সাখাওয়াত হুসাইন, আরিফুল ইসলাম, রেজাউল হক ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) হাবিবুর রহমান ইন্সট্রাক্টর (গনিত) জোবায়ের মাহমুদ (মেকানিক্যাল) মাহবুবুর রহমান (ইলেকটিক্যাল) মনিরুল ইসলাম (ইংরেজি) আব্দুল্লাহ আল মামুন (ইলেকট্রিক্যাল) সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।