ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কলাউড়া ফাজিল মাদ্রাসা শাখার উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার সমাপনী ও পুরস্কার বিতরনঅনুষ্ঠান সম্পন্ন।

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 months ago

সুনামগঞ্জ(দোয়ারাবাজার)প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মারুফ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কলাউড়া ফাজিল মাদ্রাসা শাখার উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯মার্চ) সকালে উক্ত মাদ্রাসার এক হলরুমে উক্ত শাখার প্রধানকারী মাওলানা জসিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ,সভাপতি মসজিদুর রাইয়ান পিডাব্লিউডি জামে মসজিদ,মতিঝিল,ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা সিরাজুল ইসলাম ।
আরো উপস্থিত ছিলেন,উক্ত শাখার সহকারি কারী মাওলানা তাজুল ইসলাম , মাওলানা হযরত আলি ,বোগলা ইউনিয়ন সচিব জনাব আব্দুল মমিন,টেংরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ সহ উক্ত শাখার সকল কারী ও কারীয়াবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,সহিশুদ্ধ কুরআন শিখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কারীয়ানা । আর এখানে তোমাদের কোরআন ও তাজবিদের শিক্ষা দেয়া হয়। এটি তখনই সার্থক হবে, যখনই তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে পরিবার পরিজনের মধ্যে এর ঞ্জান ছড়িয়ে দিবে । তিনি আরো বলেন , কুরআনের দিকে ছাত্র/ছাত্রীদেরকে মনোযোগী করার জন্য যা যা করার দরকার সব করার পাশাপশি উক্ত শাখার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।