আকাশ দাশ সৈকত
শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের শুভাহ রঞ্জনকে প্যাভিলিয়নে ফিরিয়ে বিপিএলের সেরা বোলিং ফিগারের রেকর্ডের সাথে কোন স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দুর্বার রাজশাহীর বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ।
শুরুটা করেছিলেন ঢাকার ওপেনার লিটন দাশকে ফিরিয়ে এরপর একে একে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ঢাকার আরো ছয় ব্যাটারকে। আর তাতেই পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রান খরচায় ৬ উইকেট নেওয়ার বিপিএল সেরা রেকর্ড ভেঙ্গে নতুন করে নিজের নামে লিখলেন তাসকিন আহমেদ। শুধু তাই নয় মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে তাসকিন বসেছে কোন স্বীকৃত ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডেও। যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রানের খরচায় ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের তাসকিন আহমেদের।
এইদিকে বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে তাসকিন পিছনে ফেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে । তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৬ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট।
এছাড়া তাসকিনের এই অগ্নিঝড়া বোলিংয়ে তার দল দুর্বার রাজশাহী পেয়েছে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা। ঢাকার দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে তারা ছুয়ে পেলে ১১ বল হাতে রেখে।