জনপ্রিয়

আ.লীগকে নিষিদ্ধের দাবীতে রামপালে নাগরিক কমিটির সড়ক অবরোধ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 8 hours ago

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে জাতীয় নাগরিক কমিটি ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার ( ৯ মে) সকাল ১০ টায় উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে ফ্যাসিস্ট আ.লীগকে নিষিদ্ধ ও পতিত স্বৈরাচার হাসিনা এবং তার সহযোগীদের দ্রুত বিচার দাবীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় ফয়লাহাটে খুলনা-মোংলা মহাসড়কে টায়ার জ্বালিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়কে বসে ঘন্টাব্যপী অবস্থান করেন। নেতৃবৃন্দ ওই সময় হাসিনা বিরোধী শ্লোগান দিতে থাকেন এবং আ.লীগকে দ্রুত নিষিদ্ধের দাবীসহ তাদের বিচার দাবী করেন। সমাবেশে বক্তব্য দেন,নাগরিক কমিটির সভাপতি জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালিদ হাসান, নাগরিক কমিটির আল আমিন শেখ। এসময় আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেহাদুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম প্রমুখ।