আশুগঞ্জে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে মেঘনায় ডুবে গেল পাথরবাহী বাল্কহেড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে গেছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার জিল্লুর রহমান দ্বিতীয় ভৈরব রেলসেতুর ২ নম্বর পিলারে বাল্কহেডটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবোঝাই বাল্কহেডটি ঢাকার দিকে যাচ্ছিল। আশুগঞ্জ অংশে পৌঁছালে সেটি রেলসেতুর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে ডুবে যায়।

তিনি আরও জানান, বাল্কহেডে থাকা সব নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। বাল্কহেডটি উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণে সেতুর পিলারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • আশুগঞ্জে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে মেঘনায় ডুবে গেল পাথরবাহী বাল্কহেড