নোয়াখালী প্রতিনিধি
“কোরআনের পাখিদের সাথে দুপুরের ভোজন, কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা” অনুষ্ঠিত আজ এক অনন্য ও হৃদয়ছোঁয়া আয়োজনে মুখর ছিল রাজগঞ্জের মাদরাসা মিলনায়তন যেখানে কুরআনের পাখিদের সুমধুর কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে পবিত্র কুরআনের তিলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের হৃদয়স্পর্শী সুর। আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান— “কোরআনের পাখিদের সাথে দুপুরের ভোজন, কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা”। প্রথম পর্বে ছিল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করে অত্র মাদরাসার ছোট ছোট হাফেজ ছাত্ররা। প্রতিটি কোমল কণ্ঠে ছিল কুরআনের অপার্থিব সৌন্দর্য, যা উপস্থিত সবাইকে বিমুগ্ধ করে তোলে। তাজবীদ, সুর ও কণ্ঠের মাধুর্য বিচার করে নির্বাচিত করা হয় বিজয়ীদের, এবং বিজয়ীদের মাঝে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার। পরবর্তী অংশে অনুষ্ঠিত হয় ইসলামী সঙ্গীত (নাশিদ) প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা ইসলামী মূল্যবোধে ভরপুর গানে তুলে ধরে এক অপার আবেগ ও উৎসর্গ। ধর্মীয় পরিবেশে এই আয়োজন সৃষ্টি করে এক নতুন মাত্রা। এরপর ছিল “দুপুরের ভোজন”—যেখানে প্রতিটি মুখে ছিল প্রশান্তি, আর প্রতিটি দৃষ্টিতে ছিল ভালোবাসা ও সম্মানের ছাপ। একসাথে খাওয়ার মধ্যে তৈরি হয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন-এর পক্ষ থেকে জানানো হয়— আমরা চাই শিশুদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা জন্মাক, তারা গড়ে উঠুক নৈতিকতা, আদর্শ ও হিকমাহর আলোকে। এই আয়োজন আমাদের ক্ষুদ্র প্রয়াস—একটি আলোকিত প্রজন্ম গঠনের পথে।” অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সমাজসেবী ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন এবং সকলে এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন বিগত দিনগুলোতে যেমন শিক্ষা, মানবতা ও নৈতিক চেতনায় কাজ করেছে—তেমনি ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।