সংবাদদাতা: জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং হীল ফ্লাওয়ার এর আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার ( ৮ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পিআইও রুহুল আমীন, উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জমান ইমরান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহায়ক ছালেহ আহম্মদ সেলিম এবং হিল ফ্লাওয়ার এর প্রতিনিধি ধনময় তংচংগ্যা। এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।