জনপ্রিয়

আমি সবার সহযোগিতায় আধুনিক শিবপুর গড়তে চাই-সিরাজুল ইসলাম মোল্লা এমপি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি। শুক্রবার বিকেলে এমপির বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপদেষ্টা আবদুল হাই মাস্টার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় গোস্বামী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় এমপির সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলামকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

  • আমি সবার সহযোগিতায় আধুনিক শিবপুর গড়তে চাই-সিরাজুল ইসলাম মোল্লা এমপি