জনপ্রিয়

আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি-ববি উপাচার্য

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মাহে রমজান এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন,আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি।তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো জ্ঞান অর্জনের জন্য। সাংবাদিকতার মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমারা আরো বেশি শিখতে পারবে। রমজান মাস ইবাদতের মাস, তোমরা এই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করে চলবে। দৈনিক কালবেলার প্রতিনিধি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহাবুব হোসেন। এ সময় উপাচার্য ও শিক্ষক সমিতির সভাপতিকে ববি প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক মানবজমিন পত্রিকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ আবদুল বাতেন চৌধুরী,সহকারী প্রক্টর মোঃ ফরহাদ উদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী হাফিজুর রহমান, শাহাদাত হোসেন, তানজিদ শাহজালাল ইমন, আরিফ আহমেদ ও আরিফ হোসাইনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

  • আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি-ববি উপাচার্য