জনপ্রিয়

আমাদের মাঝে আর নেই সাদি মোহাম্মদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক, শিল্পী রোজ বুধবার (১৩ই মার্চ) আনুমানিক রাত ৯টায় মৃত্যু বরণ করেন। তার বাবার নাম শহীদ সলিমউল্লাহ। এ-ই সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের মৃত্যু রহস্যজনক।কারণ গণমাধ্যমে জানা যায় যে, তার লাশ ঝুলানো অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের এডিসি মৃত্যুন্জ্ঞয় দে সজলের প্রাথমিক ধারণায় আত্মহত্মা। যার জন্য সাদি মোহাম্মদের লাশ নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। সেখানে পোস্টম্যাডামের পর আজ বাদ যোহরের পর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদের কবরস্থানে সমাহিত করা হয়েছে।

  • আমাদের মাঝে আর নেই সাদি মোহাম্মদ