আকাশ দাশ সৈকত
আবারো এইচপি দলের কোচিং প্যানেলে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ দলের বর্তমান ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে নেই হেম্প। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যায়নি তাকে। বলতে গেলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ বাংলাদেশ দলের সাথে ছিলেন তিনি। এরপর তার জায়গায় ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে শোনা গেছে জাতীয় দলকে বিদায় বলে আবারো পুণরায় বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি) হয়ে কাজ করবেন হেম্প। আজ গণমাধ্যমকে বিসিবির এইচপি ইউনিটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
যদি এমন হয় তবে আসন্ন নতুন ক্যালেন্ডারে এইচপির সঙ্গে দেখা যাবে তাকে। যদিও পুরো কোচিং স্টাফ এখনো সাজাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কবে হেম্প বাংলাদেশে ফিরবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।