জনপ্রিয়

আপন বড় ভাই ও ভাতিজাদের আঘাতে ছোট্ট ভাই মজিবুর রহমান গুরুতর আহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা গজন্দর গ্রামে আপন ভাই মোঃ রশিদ (৬০) তার স্ত্রী মোছাঃ জবেদা (৫০) মোঃ রশিদ এর দুই ছেলে ও তাদের সহধর্মিনীদের নিয়ে দা. লাঠি দিয়ে মর্মান্তিকভাবে আক্রমন চালাই আপন চাচার উপর হাফিজুর রফিকুল সহ তাদের পরিবারের অন্য অন্য সদস্যরা। ঘটনাস্থল থেকে মোঃ মুজিবুর রহমানকে উদ্ধার করে ফুলপুর উপজেলা ৫০ শস্য স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাতটার সময় গুরুতর অবস্থা নিয়ে ভর্তি করা হয়। কর্মরত চিকিৎসক তাকে দেখে ময়মনসিংহ জেলা হাসপাতালে রেফারেন্স করে দেয়। দেওয়ার পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এগারোটার সময় ভর্তি করা হয় । পরীক্ষার নিরীক্ষা করে দেখা যায় যে মাথায় গুরুতর আহত হাওয়াই তাকে পরীক্ষা নিরীক্ষা দেওয়া।ভোর পাঁচটা চল্লিশ মিনিট এর সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্রেফাট করেন। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বাট ইউনিটে ভর্তি অবস্থায় আছে ওয়ার্ড নাম্বার ২০০ তৃতীয় তোলা।.

  • আপন বড় ভাই ও ভাতিজাদের আঘাতে ছোট্ট ভাই মজিবুর রহমান গুরুতর আহত