সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
ছাগলনাইয়া প্রতিনিধি ১১ই নভেম্বর ২০১০ সাল থেকে সম্প্রচারিত হওয়া টিভি চ্যানেল মোহনা টেলিভিশন। ছাগলনাইয়ায় বসবাসরত সেই টিভি চ্যানেলের সাংবাদিক “নিজাম উদ্দিন মজুমদার সজীব” এ-র পিতা ‘মো:আমানত উল্লাহ মজুমদার’ অদ্য আজ রোজ রবিবার ভোর ৪টায় মৃত্যু বরণ করেন।মো:আমানত উল্লাহ মজুমদার ছাগলনাইয়ার কাশি পুর পৌরসভায় অবস্থিত নিশ্চিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক ছিলেন। সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজীব এর পিতা বেশ যাবতীয় কিছু দিন ধরে কিডনিসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন যার জন্য ভর্তি ছিলেন ফেনীর ডায়াবেটিস হাসপাতালে। মো:আমানত উল্লাহ ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান তার পুত্রবধূ।যোহরের সালাত আদায়ের পর দুপুর দুটোয় জানাযার নামাজ সম্পন্ন করে সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজীব এবং আত্মীয়- স্বজনরা তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনের মাধ্যমে শেষ বিদায় জানান।