জনপ্রিয়

আছিয়া ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মহিলা ফোরামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

মোঃ খালিদ হাসান নিশাদ।
(স্টাফ রিপোর্টার)

আজ ১৪ মার্চ সকাল ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতেই একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্ত্তী। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড প্রকৌশলী শম্পা বসু, সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট দিলরুবা নুরী প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারীবিদ্বেষী কর্মকান্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। ৮ বছরের শিশু আছিয়াকে হত্যার মত ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে আছিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থানপরবর্তী সময়ে নারীদেরকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের উপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা হয়েছে, রাজশাহীগামী বাসে আড়াই ঘন্টা ধরে নারী নির্যাতনসহ একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না, অথচ আছিয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশী হামলা-মামলা করে সরকার ধর্ষকদের জন্য একধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় সারাদেশে নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি জানান।