সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
ফেনী পৌরসভার ১নং ইউনিয়নের ওয়ার্ড নং ৮ এর শর্শদী এলাকায় পুরে ছাই হলো বসতভিটা।আজ সকাল ফজরের নামাজের পাঁচ মিনিট আগে এ-ই আগুন লাগে।
মোতাইয়ুন আলী বলেন যে, ৩০ বছর কুয়েতে থেকে কষ্ট করে এ-ই টাকা পয়সা জমিয়েছি। কিন্তু আজ সব পুড়ে ছাই হলো। একথা বলতেই কান্নাই ভেঙে পড়েন তিনি। রেললাইনের কারণে মেরামত করা হয়নি রাস্তা যার জন্য আজ এই দশা। একথায় চেয়ারম্যান জানে আলম জানান, খুব শীঘ্রই রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হবে। আর এ-ই রাস্তা ঠিক থাকলে আজ এমনটা হতো না।রেললাইনের জন্য মেরামতের কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানান।ফায়ারসার্ভিস আসার আগেই ফুরে ছাই হয়ে গেল কোটি টাকা।