জনপ্রিয়

আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ সফল করতে আখাউড়ায় ঘুরে গেলেন নেতারা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ সফল করতে বিএনপি’র তিন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঘুরে গেছেন।

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আখাউড়া স্থলবন্দর ও এর আশপাশের এলাকা ঘুরে দেখে গেছেন। তবে লং মার্চ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় সমাবেশ করা হবে এ বিষয়ে তারা তাৎক্ষনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে লং মার্চ সফলে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তিনটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। লংমার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি।

মোনায়েম মুন্না বলেন, ‘লংমার্চ সফল করতে আমরা এখানে এসেছি। আমরা কোথায় কি করব সেটা দেখতে এসেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। লংমার্চ থেকে আমরা ভারতকে এমন বার্তা দিতে চাই।

এ কর্মসূচিকে ভারতের আগ্রাসী মনোভাব ও ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ উল্লেখ করে তিনি বলেন, আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। আমরা এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে ঢাকায় প্রতিবাদী পদযাত্রা করেছি। স্মারকলিপি দিয়েছি।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি সফল একটি লং মার্চ শেষে সমাবেশের আয়োজন করা হবে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, লংমার্চকে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এসেছে। আয়োজনকারী তিন সংগঠনের নেতৃবৃন্দ এলাকা ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আয়োজনকে সফল করতে আমরা প্রস্তুত আছি।

  • আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ সফল করতে আখাউড়ায় ঘুরে গেলেন নেতারা