জনপ্রিয়

আখানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আখানগর ইউনিয়নের ঝাড়গাঁ মাদ্রাসা মাঠে এক ব্যক্তির জানাজায় অংশ নেন রোমান বাদশা। জানাজা শেষে পাশের আমতলী বাজারে গেলে সেখান থেকে রোমান বাদশাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। তার নামে একটি হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীন ছেলে জাকির হোসেনের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে রোমান বাদশাকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, গেল ২১ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জাকির নামে এক ব্যক্তি

  • আখানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা গ্রেফতার