আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে হাইকমিশনার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বাংলাদেশে প্রবেশের পর তিনি আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় বন্দর ও ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট শুল্ক ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে বন্দরের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন হাইকমিশনার। সভায় ব্যবসায়ীরা ভারত সরকারের দেওয়া ৬টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির পাশাপাশি বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়গুলো তুলে ধরেন।

ব্যবসায়ীদের এসব দাবির প্রেক্ষিতে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় এসব বিষয়ে যথাযথ কূটনৈতিক তৎপরতা চালানো হবে।’ তবে সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।

সভায় আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান এবং আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূইয়াসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ভারত ৬টি পণ্যের উপর আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যার ফলে আখাউড়া বন্দর দিয়ে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, হাইকমিশনারের এই পরিদর্শনের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান হবে।

  • আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে হাইকমিশনার