জনপ্রিয়

আখাউড়ায় আগুনে পুড়িয়ে হত্যা করা নারীর খণ্ডিত মাথা উদ্ধার, মিলেছে পরিচয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী  (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ায় আগুন পুড়িয়ে হত্যা করা নারীর খণ্ডিত মাথা উদ্ধার করেছেন পুলিশ। পাশাপাশি ওই নারীর পরিচয়ও জানা গেছে। ২৪/১২/২৪ ইং রোজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকার একটি পুকুর থেকে মরদেহের মাথাটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম হরলুজা (৫০)। তিনি স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। তিনি ঐ এলাকায় একটি কলোনিতে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, এ ঘটনায় ফারহান রনি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার স্বীকারোক্তিতে মরদেহের খণ্ডিত মাথা একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যাক্ত টিনের ভাঙ্গা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পোড়াচ্ছেন। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী আছে দেখতে চান। এতে ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। এতে আরও সন্দেহ তৈরি হয়। পরে গ্রামের লোকজনসহ ঐ ঘরে ঢুকলে গর্তে মরদেহ পুড়তে দেখতে পায়।

  • আখাউড়ায় আগুনে পুড়িয়ে হত্যা করা নারীর খণ্ডিত মাথা উদ্ধার