সংবাদদাতা – ইমান আলী, স্টাফ রিপোর্টার
ভাণ্ডারিয়া, ২০ মার্চ : ফ্যাসিবাদের দালাল ও দোসররা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে যে গুম, খুন, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন ও লুটপাট চালিয়েছে, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। গণহত্যার দায় থেকে জাতীয় পার্টি মুক্তি পেতে পারে না। শীর্ষ নেতাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় মূল্যবোধ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ধর্ম মানুষকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়, সত্য-মিথ্যার পার্থক্য শেখায়। সকল ধর্মই ভালো কাজের উৎসাহ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। তাই লেবার পার্টি ধর্মীয় মূল্যবোধের আলোকে ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। লেবার পার্টি ও ছাত্র মিশনের নেতাকর্মীদের আদর্শ ও ভ্রাতৃত্ববোধ দিয়ে মানুষের মন জয় করতে হবে।”
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন লেবার পার্টির উদ্যোগে মাস্টার ইসমাইল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ভাণ্ডারিয়া উপজেলা লেবার পার্টির আহ্বায়ক মোঃ ওবায়দুল হক, সদস্য সচিব সুলতান আহমদ রানা, কাউখালি উপজেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা লেবার পার্টির মোঃ জাকির হোসেন, এনায়েত হোসেন, মোঃ সোহেল রানা, সাব্বির আহমেদ, মোঃ সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র মিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত এবং ভিটাবাড়ীয়া ইউনিয়ন ছাত্র মিশনের আহ্বায়ক মোঃ আল আমিন মোল্লা।
অনুষ্ঠানে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।