সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি: শনিবার (৬এপিল)চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ও আইন সমন্বয় সবার আয়োজন করা হয়। রাংগুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মেহেবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন সম্প্রতি কিছু মাদক কারবারি প্রচন্ডভাবে সক্রিয়। মানুষ মনে করেছে তাদের সাথে প্রশাসনের যোগাযোগ আছে।বিভিন্ন জায়গায় গাছ ও বালিবাহি গাড়ি থেকে চাঁদা তোলা, টেস্কি স্ট্যান্ড থেকে চাদাতোলা ও এসবের সাথে যদি প্রশাসন যুক্ত হয় তাহলে আইনশৃঙ্খ লা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসবের সাথে দলের অনেক নেতাকর্মীর নামও আসছে। যারা এসবের সাথে যুক্ত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আগে বাড়ি বাড়ি মানুষ হাঁস মুরগি পালন করত। বাড়ির আশেপাশে বিভিন্ন সবজির আবাদ করত। ঘরে ঘরে নিজেদের উৎপাদিত আলো মিষ্টি কুমড়া জমা থাকতো। এখনো হচ্ছে কিন্তু তা আগের তুলনায় অনেক কমে গেছে। উপজেলা কৃষি অফিসে ১২মাসের সবজির ক্যালেন্ডার আছে এগুলা মানুষকে দিতে হবে।এলাকায় এলাকায় গিয়ে সভা করে মানুষকে সচেতন করতে হবে। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ড আগে ছিল কিন্তু ইদানিং কমে গেছে।এসব বাড়াতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজান হোসাইন এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এবং দক্ষিণ রাংগুনিয়া থানার ওসি মির্জা মোঃ হাসান ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ তৌহিদুল আলম এবং রাঙ্গুনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না রাঙ্গুনিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোঃ কামাল এবং রাঙ্গুনিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী প্রমুখ।