আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালীবাড়ি মোড়, টি.এ. রোড, ঘোড়াপট্টি সেতু ও মঠের গোড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও মো. আরমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু।

বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে জামায়াত ও এনসিপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ শক্তিগুলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা নির্বাচন বিলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা আরও বলেন, সমালোচনা গঠনমূলক হলে তা গ্রহণযোগ্য; কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

  • আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ