জনপ্রিয়

অসুস্থ বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে সুস্থ করতে বিডি ক্লিন তারুণ্যের পরিচ্ছন্নতার কার্যক্রম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম

মোড়া আলো জ্বালাবো আঁধারে,সাজাবো পৃথিবী, নতুন এক প্রহরে।আমরা তরুণ, আমরা হারতে শিখিনি। আমাদের ভিতরে সর্বদা জেতার ইচ্ছাটা প্রবল। কেউ চাইলেই আমাদের দাবিয়ে রাখতে পারেনি এবং কখনো পারবেও না। বিডি ক্লিন বরিশাল টিমের টগবগে তরুণ তরুণীরা মিলে পরিচ্ছন্ন করেন দক্ষিণ বঙ্গের চিকিৎসা বিদ্যাপীঠ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের একাংশ। বিডি ক্লিন যোদ্ধাদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করান: বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক Bangladesh Army এর ব্রিগেডিয়ার-জেনারেল জনাব ডাঃ এ কে এম মশিউল মুনীর স্যার।বলছিনা আমাদের সাথে আপনি রাস্তায় এসে ময়লা কুড়ান। শুধু চাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আপনার আমার সচেতনতাই পারে আগামী প্রজন্ম কে তুলে দিতে এক পরিচ্ছন্ন বাংলাদেশ। আসুন, যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার বদঅভ্যাস পরিহার করি, একটি পরিচ্ছন্ন বাংলাদেশে গড়ে তুলি।

  • অসুস্থ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে সুস্থ করতে বিডি ক্লিন তারুণ্যের পরিচ্ছন্নতার কার্যক্রম