রিয়াজুল হক সাগর, রংপুর
১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩৩৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট লেখক কমরুল হাসান সরকার (জিপসী শাহিন)।
সাহিত্য সম্পাদক মাসুদ বশীরের প্রাণবন্ত উপস্থাপনায় কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, মতিয়ার রহমান, মাসুদ বশীর, তাপস মাহমুদ, নাহিদা ইয়াসমিন, মো. মাহমুদুল আলম, মাসুম মোর্শেদ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, কবিরাজ ইসমাইল মোল্লা, বিমলেন্দু রায়, জোসেফ আখতার, সুফী জাহিদ হোসেন, হেলেন আরা সিডনি, সিফাত শুধু, সাঈদ সাহেদুল ইসলাম, আখতারুজ্জামান সবুজ, মল্লিকা শর্মা, অরণী কাব্য, জরিফা সুলতানা, এ কে বুলবুল, ধ্রুবক রাজ, ডাঃ মাহাতাব উদ্দিন, এস এম হাবিব, রিয়াজুল হক সাগর, জাহিদ হাসান মামুন, শফিউজ্জামান আতা, কুশল রায় প্রমুখ।
পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিযাত্রিক সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান বাবু। এবং পরিশেষে সভাপতি রানা মাসুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আসর শেষ হয়।