জনপ্রিয়

অভিযাত্রিকের ২৩২৮ সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

৮ মার্চ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরে ২৩২৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজকের আসরের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপটেন সম্পাদক রাশেদ রেহমান। আসরে রায়হান আহমেদ রিমন -এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, কামরুজ্জামান দিশারি, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, ময়নুল ইসলাম, রোমানুর রহমান রোমান, সাঈদ সাহেদুল ইসলাম, রিয়াজুল হক সাগর,মাসুদ বশীর, রেজাউল করিম জীবন, মুরাদুজ্জামান হাবীব, জাহিদ হাসান মামুন, প্রিতম রায়,শেখ সাইফুল্লাহ রুমী প্রমুখ। আসরে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন মাসুদ বশীর। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অনুষ্ঠিতব্য সম্মিলিত লেখক সমাজের আয়োজনে রংপুর বইমেলায় সম্মানিত সাহিত্যিক হিসেবে তিনজন সম্মানিত হন। অভিযাত্রিক তৈয়বুর রহমান বাবু, সাঈদ সাহেদুল ইসলাম, জোসেফ আখতার এই তিনজনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। আসরে রিয়াজুল হক সাগর ও জাহিদ হাসান মামুনের জন্মদিন উপলক্ষে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

  • অভিযাত্রিকের ২৩২৮ সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত