জনপ্রিয়

স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে সেনাবাহিনী-প্রধানমন্ত্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

ফাহমিদা ফিরোজ

গতকাল (২মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রাজশাহীর বাংলা দেশ ইনফ্রন্ট্রি রেজিমেন্টের তৃতীয় পূর্ন মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জাতি গঠনের কর্মকাণ্ডে নিজেদের সবসময় নিয়োজিত রেখেছেন। মহিপাল ফ্লাইওভার নির্মাণ থেকে শুরু করে পদ্মা সেতু নির্মাণ কাজে সহযোগিতা করেছে”। বেলা ১১টার দিকে তিনি তার বক্তব্য শুরু করেন। তিনি আরও বলেন, ” ইনফ্যান্টি রেজিমেন্টের সদস্যরা নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আমি আশা করি। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাসদস্যরা নিরলসভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এ-ই জন্য অসংখ্য ধন্যবাদ জানান”। তিনি আরও বলেন, “আমাদের সরকার সব সময় সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সক্ষমতা দিয়ে যাচ্ছে এবং আরও সুযোগ সুবিধা দিয়ে যাবে “।

  • স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে সেনাবাহিনী-প্রধানমন্ত্রী