জনপ্রিয়

সাভার ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ জামাল হোসেনঢাকা জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মোঃ সোহেল রানা বলেন বছর ঘুড়ে রহমতের মাস রমজান মাস এই মাসে পবিত্র ঈদের দিন শত দুঃখ কস্ট ভুলে যাওয়ার দিন। এই দিনে কোনো ভেদাভেদ থাকেনা মানুষের ভিতরে। একসাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সকল মুসলিম উম্মাহ। এবং একে অপরের মত পোষন করেন। ভুলে যায় পেছনের ভুল ব্রান্ত ধারণা গুলো। পবিত্র এই দিনটি ধনী গরিব সকলের জন্য সমান এবং লাক্ষো মুসলিমের আনন্দের দিন। এই দিনটি মহা মূল্যবান দিন মুসলিম জাতীর কাছে ভালোবাসা আদান প্রধান এর দিন। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি এবং মাতা পিতার খেতমত করি পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে ইসলামের পথে অগ্রসর হই। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

  • সাভার ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা