সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
গতকাল বৃহস্পতিবারের অধিবেশনে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান যে, গত ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মেয়াদে সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৫৮ হাজার ২৭৩ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং গত পাঁচ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দিয়েছেন ২০ হাজার ২৬৪ জনকে।এ-র মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ১ হাজার ৩৪১ জন আর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা জেলায় ১ হাজার ২৩৫ জন। সর্বনিম্ন অবস্থায় রয়েছে বান্দরবান মাত্র ৩৪ জন।জনপ্রশাসন মন্ত্রীর জেলা মেহেরপুর থেকে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্পীকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।