জনপ্রিয়

শতাধিক গরীব-দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 months ago

Report: মোস্তফা ইউসুফ (নাসিরনগর প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থানার অন্তর্গত ভলাকুট ইউনিয়নের খাগালীয়া গ্রামে “মানব কল্যাণ ফাউন্ডেশ”নের উদ্যোগে সমাজের শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব আনোয়ার হোসেন।তিনি বক্তব্যে বলেন-আমাদের সংগঠন একেবারেই নতুন।সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য আমাদের এ সংগঠন তৈরি করা ।আমরা সময়ের চাহিদা ও আমাদের সাধ্যানুযায়ী আপামর জনতার পাশে দাড়ানোর চেষ্টা করছি।এ বছর নানা ধরনের সামাজিক জটিলতা ও কুন্দলের নিমিত্তে আমরা যথাসময়ে আপনাদের পাশে দাড়াতে পারিনি।তবে আমরা আমাদের সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলে যাইনি। তাই আজ আমাদের এ সামন্য আয়োজন।আজ এই সামন্য নিয়ে গরীব-দুঃখীদের পাশে দাড়াতে পেরে খুব আনন্দ অনুভব করছি।

তাদের সংগঠনের কার্যাবলী সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন-আমাদের সংগঠনের মূল টার্গেট হচ্ছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো;তাতে ধর্ম-বর্ণ জাতি ও গোষ্ঠীর কোন পার্থক্য করা হয় না। সে হিসাবে আমরা যুগের চাহিদা ও সমসাময়িক অবস্থা অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করি।এবং এ কার্যক্রম সবসময় চলমান থাকবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আরেফিন সজিব,মুহা.রুহান আহমদ,আল আমিন হুসাইন,ওয়াসিম খা এবং মাও.জাকির হুসাইনসহ সংগঠনের অনান্য সদস্য ও কর্মীগণ।

গ্রামের অসহায় মানুষেরা শীত বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন-আমরা দুয়া করি তারা যেন সবসময় আমাদের পাশ দাড়াতে পারে। এবং সমাজের সকল বিত্তবান এবং নেতৃস্থানীয়রা যেন তাদের পাশে দাড়ান।

পরিশেষে: সকলের সুসাস্থ্য, দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

  • শতাধিক গরীব-দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ