জনপ্রিয়

রাবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা; আসন প্রতি লড়বে ৩৯ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত তথা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ‘গ’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়বেন ৩৯ জন ভর্তিচ্ছু। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ১২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর। এর মধ্যে বাণিজ্য শাখায় ৯৩০টি, বিজ্ঞান শাখায় ৯৫টি ও মানবিক শাখার জন্য বরাদ্দ ২৫টি। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে পরীক্ষা এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগীতা করছেন। এছাড়াও ক্যাম্পাসে খাবারের দাম বা অটোরিকশা ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে”। এদিকে, আগামী ১মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা; আসন প্রতি লড়বে ৩৯ জন