জনপ্রিয়

রাবিতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়স্থ নরসিংদী জেলা সমিতি এই আয়োজন করে।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রবীন্দ্র ভবনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে অনেক প্রতিকুলতা আসবে তা সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। নিজের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে হবে।শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আমন্ত্রিত অতিথি শফিকুল ইসলাম কিশোর বলেন, জীবনে অনেক পরিশ্রমী ও স্বপ্নবাজ হতে। নিজেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে হবে আর এর জন্য নিজেকে বিনয়ী হতে হবে। সময়ের সঠিক ব্যবহার, ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান করা এবং বিচার-বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে। পিছয়ে পড়া ছাত্র-ছাত্রীরা যাতে দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেজন্য সকল প্রকার বিপদে-আপদে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

সেমিনারে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুইয়া, নরসিংদী জেলা সমিতির সভাপতি মেহেদী হাসান আশিকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবিতে 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত