জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মসিকের মেয়র প্রার্থী টিটুর পক্ষে মতবিনিময় সভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 months ago

তারিফুল ইসলাম,রাবি প্রতিনিধি

আগামী ৯ মার্চ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ পরিবারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেন, রুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সিদ্ধার্থ সংকর সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইকরামুল হক টিটু ভাই সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন | দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের সুখে-দুঃখে সবসময় সঙ্গী হয়ে পাশে থেকেছেন | ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষার নগরীখ্যাত ময়মনসিংহ সিটিকে আরো এগিয়ে নিতে ইকরামুল হক টিটু ভাইয়ের বিকল্প নেই। এ সময় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে একজন শিক্ষার্থীবান্ধব জননেতা হিসেবে ইকরামুল হক টিটু ভাই কে পুনরায় সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান তিনি।

ময়মনসিহ জেলা সমিতি, রাবির সাবেক সাংগঠনিক সম্পাদক আলিফ রোহানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সমিতির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খায়ের আল মাজেদ, বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আল-আমীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষার্থী।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মসিকের মেয়র প্রার্থী টিটুর পক্ষে মতবিনিময় সভা