সংবাদদাতা:জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
আন্তর্জাতিক ইসলামিক স্কলার বিশ্ব বরণ্য মুফাচ্ছিরে কোরআন শায়খ সাকিব ইকবাল হাফিজাহুল্লাহ লন্ডন থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় আসছেন। উপজেলার পোমরা হাজীপাড়া গ্রামে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল ও সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। মরহুম আলহাজ্ব আহমদ শকুর পরিবারবর্গের আয়োজনে এবং আঞ্জুমান-এ ছওয়াদে আযম’র সহযোগিতায় এই কনফারেন্সে প্রায় ত্রিশ সহস্রাধিক মুসল্লী সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোজাহেরুল হক রফিক, মোজাম্মেল হক ফরিদ ও মো. রাশেদ। এই উপলক্ষে হাজীপাড়া থেকে গোচরা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার সড়কে আলোকস্বজ্জা করা হয়েছে, করা হয়েছে বিশালাকার পেন্ডেল। যেখানে আলাদাভাবে নারী-পুরুষদের বসার এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে৷ সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এই উপলক্ষে মাহফিল প্রাঙ্গণে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় রাঙ্গুনিয়ার ত্বরিকত ভিত্তিক এবং সামাজিক ৩০টি সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু। আঞ্জুমান-এ ছওয়াদে আযম’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদার, মোসলেম উদ্দিন মাস্টার, আহমদ আলী নঈমী, জাহেদুল ইসলাম, মো. সেকান্দর, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে নুর মোহাম্মদ, জোনাইদুল আলম চৌধুরী, কাজী মোহাম্মদ ইউসুফ, আব্দুল সবুর, আমির হামজা, জসিম উদ্দিন, আবদুল জব্বার, সাইফুল আলম মাসুদ, দিদারুল ইসলাম, রফিকুল ইসলাম মাস্টার, আজিম উদ্দিন, আবদুস সালাম, আরিফ, হানিফ চৌধুরী, আকবর হোসেন রুবেল, জিয়াউল হক সম্রাট প্রমুখ। লন্ডন থেকে আগত পীর সাকিব ইকবাল সামী ছাড়াও মাহফিলে ধর্মীয় আলোচনায় অংশ নেবেন সাবেক অধ্যক্ষ অছিউর রহমান কাদেরী, সাইফুল ইসলাম আযহারী, হাসান আযহারী, সাইফুল ইসলাম বারী, সাখাওয়াত রেজা কাদেরীসহ প্রখ্যাত আলেম-ওলামাবৃন্দ। মাহফিল সফল করতে রাঙ্গুনিয়ার সুন্নী জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।