জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতা: জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সুপার ইলেভেনের আয়োজনে এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকালে রানীর হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় ব্লাক বেঙ্গলকে হারিয়ে বগাবিলী ইউথ ক্লাব বিজয় লাভ করেন। খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, রাজানগর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ডা. মুহাম্মদ হাসান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, রানীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা রোমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর, ক্রীড়া সম্পাদক জোবাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী চৌধুরী, জেকশন চৌধুরী, রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী রাব্বি, ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রানা, খেলা পরিচালনা কমিটির সিহাব নাজির জিসান, ওবাইদুল ইসলাম চৌধুরী, ফয়সাল চৌধুরী, তানজিব রাকিব, মঞ্জু, ফয়সাল, মাসুদ, জামশেদ, আরফাত চৌধুরী, ইবান করিম, মান্না, ইমন, নাঈম, আজিম, শাহেদ, আকিব, আশরাফুল, ওসমান প্রমুখ।

  • রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন