জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় আ*গুনে পুড়েছে দুটি বসতঘর, পূর্ব শত্রুতার জেরে পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ভয়াবহ অ*গ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অ*গ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্তদের দাবী পূর্ব শত্রুতার জেরে বসতঘরে পরিকল্পীতভাবে আ*গুন লাগিয়ে দেয়া হয়েছে। এই ব্যাপারে তারা রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দেন। ফা*য়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, গভীর রাতে অ*গ্নিকান্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আ*গুন নিয়ন্ত্রণে আসে। তবে অ*গ্নিকান্ডে স্থানীয় বাসিন্দা মাওলানা আজিজুল হক চৌধুরী ও মো. ইউসুফ এর মালিকানাধীন বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট ২টি সেমিপাকা বসত ঘর পু*ড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আ*গুনের সুত্রপাত হয়েছে বলে তারা ধারণা করেন। এদিকে অ*গ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে ক্ষ*তিগ্রস্ত মাওলানা আজিজুল হক চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নয়, বরং আ*গুন লাগার পর বিদ্যুৎ সংযোগ আমরাই বিচ্ছিন্ন করেছিলাম। ঘরের যেইদিক থেকে আ*গুন লেগেছে সেখানে শুকনা খড়ের বস্তা পাওয়া গেছে। এদিকে আমরা যখন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছি তখন যেই খড়ের গাদা থেকে খড়গুলো আনা হয়েছিলো সেই খড়ের গাদায় আ*গুন লাগিয়ে দেয়া হয়েছে, যা আমাদের ঘর থেকে অনেক দূরে। আমাদের সাথে পূর্ব শত্রুতার জেরে এই আ*গুন লাগিয়ে দেয়া হয়েছে বলে আমাদের ধারণা। এতে আমাদের দুই পরিবারের অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান। পুলিশ এই বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।

  • পূর্ব শত্রুতার জেরে পুড়িয়ে দেয়ার অভিযোগ
  • রাঙ্গুনিয়ায় আ*গুনে পুড়েছে দুটি বসতঘর