জনপ্রিয়

রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচন এসোসিয়েশন ২৪ ফেব্রুয়ারি দুপুরে রাঙ্গুনিয়া প্রি ক্যাডেট কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সফিউল আজম সিরাজি এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম মিজানুর রহমান ও সহকারি কমিশনার খিজির হায়াতের যৌথ পরিচালনায় উপস্থিত বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের সরাসরি ভোটে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। যেখানে সফিউল আজম সিরাজি পুনরায় সভাপতি, মুহাম্মদ নুরুল আবছার সহ সভাপতি, মুহাম্মদ মাহাবুব আলম সাধারণ সম্পাদক, কাজী মুহাম্মদ লোকমান হাকিম সহ সাধারণ সম্পাদক, মুহাম্মদ করিম উদ্দীন হাছান অর্থ সম্পাদক, মুহাম্মদ জানে আলম সাংগঠনিক সম্পাদক, সজল কুমার দে দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ নাজমুল আনোয়ার শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, মুহাম্মদ মোস্তফা কামাল ধর্ম সম্পাদক, মুহাম্মদ শাহ আলম নির্বাহী সদস্য মিসেস ছানোয়ারা বেগম কে মহিলা সদস্য করা হয়। পরে সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন