রিয়াজুল হক সাগর, রংপুর
খন্দকার মিলন আল মামুন নামে এক সাংবাদিকসহ দুই জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক খন্দকার মিলন আল মামুন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহকারি বার্তা সম্পাদক। অপর আসামি নূর আলম ওরফে দেবড়া। এদিকে আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলম ওরফে দেবড়া। এতে রফিকুল ইসলাম সুনাম ক্ষুন্নের অভিযোগে বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২), ২৫(২), ২৯(১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলম ওরফে দেবড়া রোববার রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠাবার আদেশ দেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে জেল হাজতে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।