রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।নিম্নমানের সামগ্রী দিয়ে বিধিবহির্ভূত ভাবে নির্মিত হচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলা মডেল মসজিদ। সারা দেশে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ নির্মিত হচ্ছে ৫৬০টি মডেল মসজিদ। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। যাহার বরাদ্দ ১৪ কোটি টাকারও বেশি।সরেজমিনে গিয়ে দেখা যায়, এক তালার ছাদ ঢালাইয়ের তলা দিয়ে রড দেখা যাচ্ছে। এ ছাড়া মসজিদের পাশে রাখা রড ও নির্মাণ কাজে ব্যবহৃত রড গুলো মরিচা ধরে ঝরে পড়ছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করিলে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ মঙ্গলবার ২রা এপ্রিল সরজমিনে কাজটি দেখে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেন। এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, নিম্নমানের রড দিয়ে কাজ করা ও ঢালাই পরবর্তীতে কিউরিন করা হচ্ছে না। তার জন্য আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন রড এনে আলোচনার মাধ্যমে আবার কাজ শুরু হবে।উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ উপহার দিয়েছেন এটা ইতিহাসের বিরল ঘটনা। নিম্নমানের সামগ্রি পরিহার করে সঠিক নিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক আছি ঠিকই তবে এ কাজটি সম্পূর্ণ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দেখভাল করার দায়িত্বে তাদের। তবে আমি বিষয়টি দেখছি। এ বিষয়ে মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাসান এন্টারপ্রাইজ স্বত্ব অধিকারী ঠিকাদার মোঃ হাসান মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এরকম তো হওয়ার কথা নয় তবে বিষয়টি আমি দেখছি। আমি পাঁচটি মসজিদের কাজ করছি। শ্যামনগর, কালিগঞ্জ, তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর উপজেলা গুলোতে এক সাথে কাজ চলছে। কোথাও এ ধরনের সমস্যা হয়নি। বরাদ্দের বিষয় তিনি বলেন, বর্তমান বরাদ্দ ১৩ কোটি ২৮ লাখ তবে মসজিদের সম্পূর্ণ ডিজাইন ও অবকাঠাম শেষ করতে প্রায় ১৫ কোটি ছাড়িয়ে যাবে। বিষয়টি নিয়ে শ্যামনগরের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সঠিক ভাবে যাতে মসজিদটির নির্মাণ কাজ করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ।