জনপ্রিয়

ভালোবাসা দিবসে রাবিতে প্রেম বঞ্চিত সংঘ’র বিক্ষোভ মিছিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রাবি প্রতিনিধি

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১১টার দিকে রাবি পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে বলেন ‘তুমি কে আমি কে:বঞ্চিত-বঞ্চিত। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না। এ-সব স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করেন তুলতে। সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহ্দি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী নয়। একজন এক সাথে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মৌহ, সৌন্দর্য এসবের উপর ভালোবাসা। সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘আমরা কোনো না কোনো ভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই। সমাবেশ শেষে বঞ্চিতরা গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়