রাবি প্রতিনিধি
২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীন ভয়েস শাখা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতিক কেন্দ্রে ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, শুরুর দিকে অল্প সংখ্যক সদস্য নিয়ে যাত্রা শুরু করে সংঠনটি। সংগঠনটি বর্তমানে বিকশিত হয়েছে, যা আনন্দের বিষয়। প্রাথমিক বা মাধ্যমিক সময়ে আমরা কখনো পরিবেশকে গুরুত্ব দেই নি। সুস্থ ভাবে বাঁচতে পরিবেশ ভালো রাখতে হবে। অনেক দেরিতে হলেও আমরা পরিবেশ নিয়ে ভাবছি।
পরিবেশের গুরুত্ব তুলে ধরে রাবি উপাচার্য আরো বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকতে আশেপাশের মানুষদের পরিবেশ সম্পর্কে বোঝাতে হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশও লেখাপড়ার অনুপযুক্ত হয়ে উঠেছে। অতিরিক্ত দোকান, গান-বাজনা, সন্ধ্যার পর অতিরিক্ত শব্দ যা নিজেরা করছি। তোমাদের সচেতন হতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন তোমাদের সহায়তা করবে।
বাফার সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস কাজ করে। নিজেদের স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধের সময় ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছিল বর্তমানে সেরকম হচ্ছে না। ফলে সুস্থ রাজনীতি, পরিবেশ ও নাগরিক তৈরির যে দায়িত্ব সে জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। দ্বায়িত্বের চেতনার দিকে গ্রীন ভয়েস আমাদের নিয়ে যায়।
উল্লেখ্য, রাবি গ্রীন ভয়েস শাখা ১৪ টি ইউনিট একত্রে বিতর্ক, পাঠচক্র, সংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ০১৩১৪-৫১৩১১৫