প্রায় দেড়মাসেরও বেশি সময় ধরে অসুস্থ অহনা। ব্লাক ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি আছে ঢাকা হসপিটালে।সে ছিল একজন রাজধানী খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী। অহনা নড়াইলের মেয়ে। বয়স হয়েছে মাত্র ১৪ বছর। তার বাবা গাজী মুস্তাফিজুর রহমান সোহাগ ক্যাটারিং এর ব্যবসা করে বেশ স্বচ্ছল ছিল। কিন্তু ডিসেম্বর মাস থেকে মেয়ের চিকিৎসা মেটাতে ইতোমধ্যে হারায় গড়ে তোলা সবকিছু। এখন বর্তমানে আছে বড় বোনের বাসায়। এবং সাহায্য চাচ্ছে প্রায় অনেকের কাছে একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য। এছাড়াও অহনার মা-বাবা বলেন ‘ওর সপ্ন ছিলো সে একজন বড়ো ডাক্তার হবে কিন্তু এখন সে বর্তমানে হাসপাতালে ‘এ-ই কথা বলতে গিয়ে কেদে পেলেন দুজনেই। আর এই নড়াইলের মেয়েকে বাঁচানোর জন্য প্রানপন চেষ্টা করছেন তারা।অহনার বাবা সাহায্য চেয়ে আকুল আবেদন করেচ্ছেন প্রধানমন্ত্রীর কাছেও। এছাড়াও এই ডাকে প্রথম সাড়া দিয়েছেন খেলোয়াড় মাশরাফি।